বিশ্বের পঞ্চম বৃহত্তম বর্ডার ভারতবর্ষে রয়েছে,কোন দেশটির সঙ্গে ভারতবর্ষ এত বড় বর্ডার ভাগ করেছে! ৯৫% মানুষ জানে না

PRADIP
By PRADIP
3 Min Read

ভারতের সবথেকে বড় বর্ডার কোন দেশের সঙ্গে, আপনি কি জানেন? এবং সব থেকে ছোট্ট বর্ডার কোন দেশের সঙ্গে সেটি কি আপনি জানেন? এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সবথেকে বড় বর্ডার রয়েছে। যার দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার এবং সব থেকে ছোট্ট বর্ডার আফগানিস্তানের সঙ্গে ১০৬ কিলোমিটার প্রশস্ত। আসুন আর কোন কোন দেশগুলি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে সেগুলো দেখা যাক। ভারত এবং পাকিস্তান এই তালিকায় কত নম্বর স্থানে রয়েছে এবং ভারত তাদের সঙ্গে কত কিলোমিটার বর্ডার ভাগ করে নিয়েছে সেটি জানা যাক বিস্তারিতভাবে।

Telegram Group Join Now

ভারতে প্রতিবেশী দেশের অভাব নেই। কমসে কম সাতটি দেশের সঙ্গে ভারত সীমান্ত ভাগ করে থাকে। তবে আমাদের প্রশ্ন এই প্রতিবেশী দেশগুলির মধ্যে, ভারত কোন দেশের সঙ্গে সব থেকে বড় বর্ডার ভাগ করে নিয়েছে। সেটি জানার বিষয়। তাহলে চলুন সবথেকে ছোট বর্ডার থেকে শুরু করা যাক।

এই মুহূর্তে ভারতের সবথেকে ছোট বর্ডার রয়েছে আফগানিস্তানের সীমান্তে যার দৈর্ঘ্য ১০৬ কিলোমিটার এবং এটি জম্বু-কাশ্মীর পার্শ্ববর্তী ময়দানে অবস্থিত।

এবার আসি ভুটান এটি পশ্চিমবঙ্গ, সিকিম ,আসাম এইসব রাজ্যগলির পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। ভারতবর্ষ ভুটানের সঙ্গে ৬৯৯ কিলোমিটার বর্ডার ভাগ করে নিয়েছে।

নেপাল ভারতের প্রতিবেশী দেশ। দেশটিকে আমরা সবাই চিনি, এটি বিহার, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এই রাজ্যগুলির পার্শ্ববর্তী স্থানে অবস্থিত। ভারতবর্ষ নেপালের সঙ্গে ১৭৫৮ কিলোমিটার বর্ডার রয়েছে।

ভারতের আরো একটি প্রতিবেশী রাজ্য। সেটি হলো পাকিস্তান। কিছু খবর আমরা প্রায় সময় নিউজ মাধ্যম থেকে শুনতে পাই। ভারত এই পাকিস্তানের সঙ্গে, ৩২৩৩ কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকে। এই দেশটি জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট কে পার্শ্ববর্তী ময়দানে অবস্থিত।

চীন এই দেশটি অরুণাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরকে ছুঁয়ে আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম বর্ডার। চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে এই বর্ডারটির দৈর্ঘ্য ৩৪৮৮ কিলোমিটার।

এই মুহূর্তে সব থেকে বড় বর্ডার রয়েছে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষে সর্বমোট ৪৯০৬ বর্গ কিলোমিটার দীর্ঘ বর্ডার রয়েছে।

যদি বিশ্ব রেকর্ডের কথা বলতে য়াই তাহলে সারা বিশ্বের মধ্যে ভারত এবং বাংলাদেশের বর্ডারটি বিশ্বের পঞ্চম বৃহত্তম বর্ডার হিসেবে পরিচিত। বাংলাদেশ সাধারণত পশ্চিমবঙ্গ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা জেলা পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত।

এবং ভারতবর্ষ তৃতীয় বৃহত্তম বর্ডার ভাগ করে নিয়েছে চীনের সঙ্গে এবং চতুর্থ বৃহত্তম বর্ডার ভাগ করে নিয়েছে পাকিস্তানের সঙ্গে। সবথেকে ছোট বর্ডারটি রয়েছে আফগানিস্তানের সঙ্গে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Share This Article
Leave a comment