প্রকৃত দেশপ্রেমিক হওয়ার জন্য পুঁথিগত শিক্ষার প্রয়োজন হয় না। এমনই এক চাক্ষুষ জলজ্যান্ত প্রমাণ দিলেন এক রংমিস্ত্রি ওয়ালা। সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি নিয়ে তৃণমূল ট্রল চলছে।
আসলে ঘটনাটি ঘটেছে এক রংমিস্ত্রি কে নিয়ে। ছেলেটি একটি স্কুলে কার্নিশের উপর দাঁড়িয়ে জানালায় রং করছিলেন। কাজটি ছিল খুব রিক্সের, ছেলেটির পরনে ছিল রং মিশ্রিত জামা কাপড় হাতে ছিল রং করা তুলি মাথাতে বাধা রয়েছে একটি সাদা কাপড়। এমন কোন ছেলেকে দেখলেই যে কেউ বলে দেবে ছেলেটির পুঁথিগত শিক্ষা নেই যার কারণে রংমিস্ত্রির কাজ করছে।
কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ছেলেটি এমন একটি কাজ করেছে যা প্রমাণ করে দেয় পুঁথিগত শিক্ষা না থাকলেও দেশভক্তি তার মধ্যে প্রবল রয়েছে।
ঘটনাটি হল, ছেলেটি কার্নিশে রং করছিল হঠাৎই বিদ্যালয়ের জাতীয় সংগীতের ঘন্টা বেজে ওঠে। ঘন্টাটি বাজামাত্রই ছেলেটি দাঁড়িয়ে পড়ে। যেমন পরিস্থিতিতে ছিল তেমন পরিস্থিতিতে সে নিরবে দাঁড়িয়ে ছিল কোনরূপ কোন নড়াচড়া করছিল না। অথচ স্কুলে থাকার শিক্ষার্থীরা সেই সময় একে অপরের সঙ্গে গল্প গুজব আনন্দ করছিল। জাতীয় সংগীতের যে ঘন্টাটি বেজেছে তাদের তা নিয়ে কোন মাথাব্যথায় নেই।
নিজের স্কুলের মধ্যে জাতীয় সংগীতের বাজার ঘণ্টাতে ছাত্রীদের মধ্যে কোন হেল্দোল নেই। এখন প্রশ্ন হচ্ছে স্কুলে কেমন শিক্ষা দেওয়া হচ্ছে? যে শিক্ষার্থীদের মধ্যে দেশভক্তিরর কোন চেন্নাই দেখা যাচ্ছে না। অথচ স্কুলের বাইরে থাকা এই ছেলেটি, রঙের কাজ করা ছেলেটি। যেখানে স্কুলের ঘন্টা বাজা মাত্রই দাঁড়িয়ে পড়ে, কাজ করা বন্ধ করে দিয়ে। এখন প্রশ্ন উঠছে, প্রকৃত দেশপ্রেমিক কারা যারা স্কুলে পড়াশোনা করছে নাকি যারা মজুর-মিস্ত্রির কাজ করছে।
সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রচুর ট্রল দেখা দিয়েছে। কেউবা বিরক্তি প্রকাশ করছে কেউ বা ক্ষুদ্ধ হচ্ছে। কেউবা প্রশ্ন করছে তাহলে প্রকৃত দেশভক্তি কাদের মধ্যে রয়েছে? একটি রঙের কাজ করা ছেলের মধ্যে, নাকি স্কুল শিক্ষার্থীদের মধ্যে? স্কুলে কেমন শিক্ষা দেওয়া হচ্ছে, যে ছাত্রের মধ্যে দেশ ভক্তির কোন চিহ্নই দেখা যাচ্ছে না। আপনি কি বলেন?