ঝড়ের সময় মোবাইল ১০০% চার্জ করুন খুবই কম সময়। পাঁচটি টিপস ঝটপট হবে মোবাইল চার্জ।

PRADIP
By PRADIP
2 Min Read

আমাদের অনেকেরই বেশি দামে মোবাইল থাকে না। আবার কিছু কিছু দামি মোবাইলে, খুব হাই স্পিডে চার্জ হয় না। iPhone-Samsung এর মোবাইলগুলোতে চার্জ হতে অনেক সময় নিয়ে থাকে। কিন্তু অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলিতে এত সময় লাগে না বাশ ৪০ থেকে ৩০ মিনিটের মধ্যে, ফুল চার্জ হয়ে থাকে। তবে সেই মোবাইলর দামও কিন্তু বেশি। এখন আপনার এই লো বাজেটের মোবাইল টীকে কিভাবে ফুল চার্জ করবেন মাত্র কয়েক মিনিটে।

Telegram Group Join Now

ঝড় বাদলের সময় মোবাইলটি চালু থাকা অত্যন্ত জরুরি, কেননা বলা যায় না কখন কি বিপদ আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে ঝড়ের সময় আপনার মোবাইল চালু রাখুন, ফুল চার্জ করে রাখুন। এখন আপনি যদি চান খুবই কম সময় আপনার মোবাইলটি ফুল চার্জ হয়ে যাক। তাহলে এখানে রইল আপনার জন্য কিছু বিশেষ সুবিধা।

1. আমরা মোবাইলকে চার্জে লাগিয়ে দিয়ে গেম খেলা থেকে শুরু করে ফোনে কথা বলা শুরু করে দেই। এর ফলে কিন্তু মোবাইলের চার্জ খুবই তাড়াতাড়ি হয় না। তাই চেষ্টা করুন মোবাইলটা চার্জে লাগিয়ে কোন গেম খেলা, ফোনে কথা বোল বেন না।

2. আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলি যদি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তার ফলেও কিন্তু মোবাইল ধীর গতিতে চার্জ হয়ে থাকে। তাই চার্জে লাগানোর আগে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলা এপ্স গুলোকে বন্ধ করে দিন। দেখবেন খুব শীঘ্রই চার্জ হবে।

3. আমরা মোবাইলের ইন্টারনেট সারাদিন অন করে রাখি। এর ফলে কিন্তু মোবাইল চার্জে বাধার সৃষ্টি হয়ে থাকে। তাই চার্জার লাগানোর আগে মোবাইলের ডাটা টিকে অফ করে দিন।

4.আপনার মোবাইলে যদি হাই ব্রাইটনেস হয়ে থাকে, তাহলে সেই ব্রাইটনেস টিকে কম করুন চার্জে দেওয়ার আগে।

5.আবার অনেক সময় চার্জারের সমস্যা হয়ে থাকে। যদি ধীর গতিতে চার্জ হয়ে থাকে আপনার মোবাইল। তাহলে একবার চার্জার টীকে মোবাইল থেকে ডিসকানেক্ট করে, পুনরায় কানেক্ট করুন দেখবেন খুব তাড়াতাড়ি চার্জ হবে।

6.আপনার যদি খুব ইমারজেন্সি না থাকে তাহলে মোবাইল চার্জের দেওয়ার সময়, সেটাকে ফ্লাইট মোড করে দিন। এমনিতেই বিশেষজ্ঞরা বলেন ফোন চার্জে দিয়ে মোবাইলে কথা বলবেন না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
TAGGED:
Share This Article
Leave a comment