হিন্দি ভাষায় দক্ষ ব্যক্তিকে ইলন মাস্ক দেবেন চাকরি,মোটা টাকা পারিশ্রমিক দেবেন! জানু বিস্তারিত

PRADIP
By PRADIP
2 Min Read

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বর্তমানে ইলন মাস্ক তার এক্স ai প্ল্যাটফর্মটির জন্য ইংলিশ এবং হিন্দি ভাষায় পারদর্শী বলতে এবং লিখতে পারে, তেমন ব্যক্তিদের কে কাজের নিযুক্ত করবে বলে জানিয়েছে। পাশাপাশি মোটা অংকের স্যালারি দেবেন মাস্ক মহাশয়।

Telegram Group Join Now

বর্তমানে টেকনোলজি এবং এআইতে ইলন মার্কসের জুড়ি মেলা ভার। ২০২৩ সালে তার একটি এআই সংস্থা এক্স এ আই এই প্লাটফর্ম টি তিনি তৈরি করেছিলেন। বর্তমানে ২০২৪ সালে পপুলারিটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে যার কারণে। মিলন মাস্ক ভারতীয় ইংরেজি এবং হিন্দি ভাষাতে পারদর্শ্যে এমন ব্যাক্তিদেরকে এই সংস্থার কাজটিতে নিযুক্ত করার জন্য জানিয়েছেন।

মাস্ক চাইছেন, যদি তারা হিন্দি ভাষাতে এই Ai টি কে লাঞ্চ করতে পারে তাহলে এটি ভারতীয় মার্কেটে খুব ভালোভাবেই চলবে এবং তার ব্যবসা খুব ভালোই হবে। এই Ai তে প্রোগ্রামিং করতে কিংবা লেখালেখি করতে হয়ে থাকে। যার কারণে ইংরেজি এবং হিন্দি ভাষায় পারদর্শী ব্যক্তিদের এই কাজে নিযুক্ত করতে তিনি খুবই আগ্রহী।

তিনি আরো জানিয়েছেন যে যদি কোন ব্যক্তি হিন্দি ভাষা না জেনে থাকে তাহলে আরবি কিংবা চাইনিজ ভাষা যদি জেনে থাকে তাহলে সেই ব্যক্তিও এপ্লাই করতে পারবেন। প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার সপ্তাহে পাঁচ দিন অফিসে আসতে হবে। অফিস টাইম সকাল ন’টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ হবে বলে জানিয়েছে।

বেতনের কথা বলতে গেলে বিভিন্ন পদের ওপর বেতনের বিভিন্ন রকম ভাগ রয়েছে। তবে এটি জানা যাচ্ছে যে প্রতি ঘন্টায় ভারতীয় মুদ্রা তে ২৯৪০ টাকা থেকে প্রতি ঘন্টায় ৭১৫০ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিতে পারেন মাস্ক মহাশয়।

তাহলে আর অপেক্ষা কেন আপনি যদি এই দক্ষতায় পারদর্শী হয়ে থাকেন তাহলে প্রস্তুতি নিন এবং এপ্লাই করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Share This Article
Leave a comment