আকাশ ঘনিয়ে রাত নামে, আবারও সকালে হয়, তারপর দুপুর থেকে দিকে আবার সন্ধ্যা আবার রাত পরের দিন আবার সকাল। এটাই আমরা সকলে জানি। তবে আপনি কি জানেন এই পৃথিবীতে এমন রহস্যময় দেশ রয়েছে যেখানে সারা বছর সন্ধ্যে নামে না। এমনও কিছু দেশে রয়েছে যেখানে দিন আসে না, দিনের আলো পৃথিবীর মাটি দেখে না, এমন কয়েকটি দেশ রয়েছে। আজকে এই অদ্ভুত দেশগুলির নাম জানব এবং জানাবো।
এই পৃথিবীতে বিশ্বযের শেষ নাই, এমন কিছু ঘটনা এখানে ঘটে থাকে যা সত্যি বিস্ময়কর, আমাদের চমকে দেয়। এই পৃথিবীর বুকে এমন কিছু দেশ রয়েছে যেখানে কোনদিন রাত হয় না। টানা ৭০ দিন দিনের আলো ফুটে থাকে। এমন কিছু দেশ রয়েছে যেখানে দিন হয় না, টানা দুই মাস ধরে রাত্রি হয়ে থাকে। সেখানকার মানুষ ভুলেই যায় যে দিন কাকে বলে। মানুষেরা সেখানে বেড়াতে যায় এই আজব রহস্যটি দেখার জন্য। আজকের আমরা তেমনই 6টি দেশের নাম জানবো যেখানেই এই স্বর্গের মতো আজব ঘটনা গুলি হয়ে থাকে।
নরওয়ে: নামটি শুনেছেন কিন্তু এর বৈচিত্রের সম্পর্কে জানেন না ঠিক বলছি না। হ্যাঁ, এ দেশ টিকে নিশিহীন সূর্যের দেশ বলা হয়ে থাকে। এইখানে মেয়ে মাস থেকে জুলাই মাস পর্যন্ত টানা ৭৫ দিন সূর্যের আলো দেখা যায় না। আমাদের এখানে যখন মাঝরাত্রি সেখানে তখন দুপুর দুটো, এটাই এই দেশে এক বৈচিত্র্যময় সার্বভৌমত্ব।
আইসল্যান্ড: কি এই নামটি ও শুনেছেন তাই না, এই দেশটির রহস্য তো আরো অনেক বেশি। গরমকাল পুরো সময়টাই সূর্যের অস্ত যায় না। টানা তিন মাস এইখানে সূর্য অস্ত যায় না। এখানেও কিন্তু রাতের বেলাতে সূর্য উঠে থাকে।
আলাস্কা: এই নামটা পরিচিত সবাই, কিন্তু এর বৈচিত্র আরো অনেকটাই বেশি। এইখানে যেমন মেয়ে মাস থেকে জুন মাস পর্যন্ত টানা দুই মাস সূর্য অস্ত যায় না। ঠিক তেমনি ডিসেম্বর মাসের থেকে এখানে দিন হয়না টানা। একমাস রাত্রি হয়ে থাকে। চিন্তার বিষয় হচ্ছে এখানকার মানুষরা কিভাবে এই বৈচিত্রতে থাকতে পারছে।
কানাডা নুনা ভোটগ্রাম: এইটারও বৈচিত্র অন্যান্য দেশের মতো খানিকটা সমান। এখানেও দুই মাস টানা সূর্যোদয় হয়ে থাকে। তবে একমাস মতো এখানে টানা অন্ধকার থাকে। কোন সূর্যের আলো এখানে দেখা যায় না।
ফিনল্যান্ড: এই নামটি সবারই পরিচিত কিন্তু এখানে গ্রীষ্মকালে একদম টানা তিন মাস সূর্যের আলো অস্ত যায় না, দিনরাত কিছুই হয় না। আবার শীতকালে টানা তিন মাস সূর্যের আলো দেখা যায় না। ঘোররাত্রি পুরো দ্বিপটিতে বিচরণ করে। দিন কিংবা রাত এখানে পরিবর্তন হয় না। যার কারণে টুরিস্ট দের সবথেকে আকর্ষণীয় জায়গা এই দেশগুলি হয়ে থাকে।
সুইডেন: এখানকার একটি রহস্যময় বিষয় হচ্ছে, এখানে টানা দুই মাস ধরে সূর্য অস্ত যায় না, দিনের আলো বিচরণ করে। তবে একটি আজব বিষয় হচ্ছে, বছরের একটি বিশেষ সময় হটাতি মধ্যরাতে সূর্য অস্ত যায়। আবার দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পুনরায় সূর্য উঠে পড়ে। সামান্য কিছু সময়ের জন্য সূর্য ঘুমের দেশে গিয়ে পুনরায় চলে আসে।
এই কারণে টুরিস্ট এই দেশগুলিতে যেতে চায় এখানে বেড়াতে চায় এখানের এই বৈচিত্রতা উপভোগ করতে চায়। আপনিও চাইলে এই দেশগুলোতে যাওয়ার প্ল্যান বানাতে পারেন। যদি না পারেন তাহলেই ইউটিউবে যারা বেড়াতে গেছে তাদের ভিডিও দেখে মনকে খুশি করতে পারেন, বাস এইটুকুই মাত্র।