আপনি কি ১০,০০০ টাকার নিচে কোন 5G মোবাইল খুঁজছেন? 5,000 টাকা ডিসকাউন্ট Samsung 5G মোবাইল।

PRADIP
By PRADIP
2 Min Read

কালীপুজোর সময় একটি নতুন 5Gস্মার্টফোন কিনতে চাইছেন। এই সময় Flipkart এবং amazon ওয়েবসাইটে চলছে বিগ দিওয়ালি সেল। এটি হতে পারে আপনার জন্য সবথেকে সেরা অফার। আপনার বাজেট যদি দশ হাজার টাকার নিচে হয়ে থাকে এবং আপনি একটি ভালো স্মার্টফোন খুঁজছেন। তাহলে এই মুহূর্তে Flipkart চলছে বিগ শপিং ফেস্টেবল সেল এই সেলে Samsung galaxy a14 5g মোবাইল টিতে দিচ্ছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট। আপনার বাজেট ১০,০০০ টাকার নিচে হয়ে থাকলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। এই মোবাইলটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি। 50MP মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা পাশাপাশি 4gb RAM, ১২৮gb Storage এর সঙ্গে অফারটি দিচ্ছে, Flipkart।

Telegram Group Join Now

Samsung galaxy A14 5G mobile বড় ডিসকাউন্ট Flipkart সেল।

মোবাইলটি যখন ইন্ডিয়ান মার্কেটের লঞ্চ হয়েছিল, 4gb RAM, ১২৮gb Storage এর সঙ্গে। তখন ফোনটিতে ২০০০ টাকা ডিসকাউন্ট দিয়েছিল। ফোনটি বিক্রি হচ্ছিল ১৪,৯৯৯ টাকাতে। কিন্তু এই মুহূর্তে ফ্লিপ কার্ডে বিগ ফেস্টিবল সেল থাকার কারণে, মোবাইলটিতে পুরো পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে। ফলে এখন মোবাইল টির দাম হয়েছে ৯,৯৯৯ টাকা। আপনার বাজেট ১০,০০০ টাকার কম হয়ে থাকলে এটি আপনার জন্য সেরা মোবাইল হতে পারে।

যেহেতু এই সময় ফ্লিপ কার্ডে BIG festival sale চলছে। সেই কারণে আপনি এখানে ক্রেডিট কার্ড ব্যবহার করলে আরো ডিসকাউন্ট পেতে পারেন।

Samsung galaxy A14 5G mobile specification and features

এই মোবাইলটিতে ৬.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ক্যামেরা স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে মোবাইলটিতে 50MP মেগাপিক্সেল প্লাস 2MP মেগাপিক্সেল প্লাস 2MP মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফি ক্যামেরা 13MP মেগাপিক্সেল দেওয়া হয়েছে। এই Samsung galaxy মোবাইলটিতে এন্টাকর প্রসেসের দেওয়া হয়েছে।

মোবাইলটির যদি ব্যাটারি স্পেসিফিকেশন এর কথা বলতে যাই। তাহলে মোবাইলটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, পাশাপাশি ফাস্ট চার্জিং এর জন্য ১৫ ওয়াট সুপারফাস্ট চার্জার দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Share This Article
Leave a comment