সাধারণ মানুষকে ঠকানোর জন্য প্রতারকদের নতুন পদ্ধতি। আপনার ফোনে আসা কলটি ভারতীয় নাম্বার লাগলেও, সেটি আসলে বিদেশী নম্বর। এক নতুন টেকনোলজি হস্তগত করেছে প্রতারকেরা, আর এই প্রতারণা কে বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
আমরা সবাই জানি, ভারতের নম্বর হচ্ছে +৯১ কিন্তু প্রতারকেরা এখন এমন একটি টেকনোলজি ব্যবহার করছে। যার মাধ্যমে সে ইন্টারন্যাশনাল কল করছে, বিদেশি নম্বর থেকে। অথচ আমাদের ফোনে ভারতীয় নম্বর হিসেবে সেটি দেখা দিচ্ছে। আমাদের ফোনের মধ্যে একটি আইডেন্টিটি চেকআর থাকে, সেই টুলটি এই নম্বর টীকে ধরতে পারছে না। আর এই নাম্বারে না ধরতে পারার সুযোগটিকেই প্রতারকেরা কাজে লাগিয়েছে। ভারতের বহুৎ মানুষের ব্যাংক থেকে, লক্ষ লক্ষ টাকা উঠিয়ে নিয়েছে।
এই ক্রাইম এবং প্রতারণা কে বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন টেকনোলজি লঞ্চ করা হয়েছে। টেকনোলজির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইনকামিং স্পুফ কল, এটি লঞ্চ করার সময় উপস্থিত ছিলেন স্বয়ং টেলিকম মন্ত্রী ।
তাহলে প্রতারণা টা কিভাবে হচ্ছেন সিটি শুনুন!
একটি অচেনা নাম্বার থেকে ফোন আসছে। ফোনের ওই পাশে থাকা ব্যক্তি ফোন ধরা মাত্র বলছে। আপনি একটি প্রতারণার মামলায় জড়িত, আপনার নামে কেস হয়েছে এবং আপনি গ্রেপ্তার হতে পারেন। তখন ব্যক্তিটি এই ফাঁদ থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করছেন, ওই ব্যক্তির কাছে। বাঁচার রাস্তা খুঁজছেন তখন ওই ব্যক্তিটি তাকে টাকার দাবি করছে এবং বলছে যে এই অংকের টাকাটি আপনাকে দিতে হবে। তার ফলে আপনি এই গ্রেফতার মামলা থেকে রেহাই পাবেন। প্রতারক ওই মুহূর্তে যত টাকা দাবি করে ওই ব্যক্তি পুরো টাকায় দিয়ে দেন । কিছুক্ষণ পর যখনই ব্যাক্তি ঠান্ডা মাথায় ভাবতে যায় তার সঙ্গে কি হয়েছে? বুঝতে পারে এটি আসলে একটি প্রতারণা। আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আপনি হয়তো অনেকবারই শুনে থাকবেন এর আগে অনেকবার প্রতারণা করা হয়েছে বিদেশি নম্বর থেকে, ফোন করে। কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করার পর মানুষ সতর্ক হয়ে যায়। ফলে বিদেশি নাম্বার থেকে কোন ফোন এলে মানুষ সেটাকে আর ধরতো না। প্রতারকরা এবার নতুন পদ্ধতি অবলম্বন করে। তারা বিদেশি নম্বর কে কোন টেকনোলজির ব্যবহার করে, ভারতীয় নাম্বারে। নাম্বার টীকে পরিবর্তন করে এবং প্রতারণা করতে শুরু করে। যার ফলে কারোর পক্ষে বোঝাই সম্ভব হচ্ছে না যে এটি আসলে কোথা থেকে আসছে।
সতর্ক হোন এবং অন্যকে সতর্ক করান। কোন অচেনা নাম্বার থেকে ফোন এলে তাকে ধরবেন না কিংবা ধরলেও কোনো অপ্রীতিকর কথা বললে, তার জবাব দেবেন না।