Apple Laptop এখন সেকেন্ড হ্যান্ড বাইকের দামে বিক্রি হচ্ছে, Apple ল্যাপটপ ৬০ হাজার টাকা কমে পাবেন !ভাবা যায়

PRADIP
By PRADIP
4 Min Read

নমস্তে ভাই লোক, Amazon great Indian festival sale 2024 এসে গেছে, দীপাবলি এসেছে মানেই সেল আসবে। বছরের এই একটি সময় আমরা, সব থেকে বড় ডিসকাউন্ট পেয়ে থাকি, এই অনলাইন প্লাটফর্ম গুলোতে। আপনি যদি Apple MacBook M1 কিংবা Apple laptop গুলি পছন্দ করে থাকেন। তাহলে এটি আপনার খরিদ্দারই করার জন্য সবথেকে বেস্ট এবং উপযুক্ত সময়।

Telegram Group Join Now

অ্যাপেল তার ম্যাকবুক ল্যাপটপ গুলিতে ৬০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। সত্যিই খুব অবাক করা বিষয়। আমি নিজেই একটি ল্যাপটপ কিনেছি, তবে এক বছর আগের ম্যাকবুক। তবে এখন যখন গিয়ে আমি দাম টি চেক করি, আমি নিজেই পুরো অবাক হয়ে যাই। এত টাকা ডিসকাউন্ট দিতে পারে কোন ম্যাকবুকের ওপরে সেটা চিন্তা করাও অসম্ভব। কিন্তু সেটাই সম্ভব হয়েছে। তাই বলছি আপনি যদি ম্যাকবুক কিংবা আইফোন কেনার জন্য চিন্তাভাবনা করছেন কিংবা কিনবেন, তবে এখনই কিনে ফেলুন। কারন এই বছরে অনলাইন স্টোর গুলিতে যে পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে, আমার মনে হয় বিগত ১০ বছরে এমন ডিসকাউন্ট আসেনি, কোন apple ভিত্তিক প্রোডাক্ট এর ওপর।

Apple MacBook Air M1 এই ল্যাপটপটিতে এখন ৬০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে।

কোম্পানি যখন ভারতবর্ষে এই ম্যাকবুক টিকে লঞ্চ করেছিল। তখন এর দাম রেখেছিল পাবলিকের জন্য ৯২ হাজার ৯০০ টাকা। কিন্তু এখন এটি আমাজন সেলে, আপনি কিনতে পারবেন ৫৯ হাজার ৯৯০ টাকায়। ভাই সম্পূর্ণ অবাক করা বিষয়। আমি যখন এটিকে নিয়েছিলাম স্বয়ং এক লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম। কিন্তু ভাই এখন আপনি পুরো ৩২ হাজার ৯১০ টাকা ছাড় পাচ্ছেন। আপনি যদি নিতে চান তাহলে দেরি করবেন না, এমন অফার কিন্তু সব সময় আসে না।

আমার কাছে অলরেডি রয়েছে তাই আমি নিচ্ছি না। তানা হলে আপনাদেরকে জানানোর আগে আমি অর্ডার দিয়ে তারপর এই অফারটি সম্বন্ধে লিখতে বসতাম।

এর পাশাপাশি আপনি আরও একটি ডিসকাউন্ট পাচ্ছেন। সেটি হল আপনার কাছে যদি কোন পুরানো ল্যাপটপ থেকে থাকে, তাহলে আপনি সেটিকে এক্সচেঞ্জ করতে পারেন ।পুরানো ল্যাপটপের বিনিময়ে আপনি ১১ হাজার ২০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আর কি চাই বলুন।

এই ল্যাপটপের স্পেসিফিকেশন সম্বন্ধে কথা বলতে গেলে। আপনারা নিজেরা গিয়ে amazon কিংবা ফ্লিপ কার্ডে এটির স্পেসিফিকেশন চেক করতে পারবেন। তবে আপনাকে শর্ট ফর্মে কিছু স্পেশাল স্পেসিফিকেশন গুলি এই ল্যাপটপে জানিয়ে রাখি।

এই MacBook Air M1 laptop টিতে ১৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে 8gb ram 256gb এর স্টোরেজের সঙ্গে মার্কেটে এভেলেবেল রয়েছে।

ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কথা বলতে গেলে। ভাই কি বলবো আপনাকে, লাজাবাব ব্যাটারি ব্যাকআপ। আমি নিজে ল্যাপটপটি ব্যবহার করছি তাই আমার এক্সপেরিয়েন্স আমি আপনাকে শেয়ার করছি। কমপক্ষে ১৩ থেকে ১৪ ঘন্টা কোন কোন সময় ১৫ ঘণ্টা পর্যন্ত, ব্যাটারি ব্যাকআপ পেয়ে থাকী। অবশ্য কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম ল্যাপটপটি।

অবশ্য আপনি যদি আপনার বাজেটটা একটু বাড়ান তাহলে আপনি এর থেকে আরও একটু ভালো ল্যাপটপ কিনতে পারবেন। লেটেস্ট জেনারেশনের লেটেস্ট প্রসেসর, রয়েছে এই ল্যাপটপটিতে। Apple MacBook Air M2 এই ল্যাপটপটি যখন মার্কেটে লঞ্চ হয়েছিল তখন এর পাবলিক প্রাইস ছিল ১ লক্ষ ১৯ হাজার 900 টাকা। কিন্তু আমাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে, এই ল্যাপটপটিকে আপনি মাত্র ৭৭,৯৯০ টাকা তে কিনতে পারবেন। ভাই গাজাব এমনও সেল অফার চলতে পারে amazon এ সেটা আমার জানা ছিল না।

কম থেকে কমে আপনি ৪১ হাজার 910 টাকা ডিসকাউন্ট এবং ছাড় পাচ্ছেন। পাশাপাশি আপনার কাছে যদি কোন পুরানো ল্যাপটপ থাকে তাহলে তো এক্সট্রা ছাড়া আপনি পাবেন।

তাহলে আর দেরি করছেন কেন। এক্ষুনি অ্যামাজন ওয়েবসাইটে ভিজিট করুন এবং অর্ডার দিয়ে ফেলুন আপনার স্বপ্নে এবং পছন্দের ল্যাপটপটিকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Share This Article
Leave a comment