চীন আবিষ্কার করল একটি আনলিমিটেড মোবাইল ব্যাটারি, একবার সার্চ করলে ৫০ বছর বিনা চার্জেই চলবে।

PRADIP
By PRADIP
3 Min Read

এবার মোবাইল চার্জ করার টেনশন সম্পূর্ণ শেষ। চীন এমন একটি টেকনোলজি তৈরি করেছে যেটিকে একবার চার্জ করলে, এক বছর দুই বছর নয় একেবারে 50 বছর কোনরূপ চাজ ছাড়াই অটোমেটিক মোবাইল চার্জ হতে থাকবে।

Telegram Group Join Now

মোবাইল চার্জের সমস্যা কমবেশি আমাদের সবাইকে সম্মুখীন হতে হয়। কোথায় ও কাজে গেছেন, বেড়াতে বেরিয়েছেন, অফিসে যাচ্ছেন। পৌঁছানোর পর দেখলেন মোবাইলে চার্জার নিয়ে আসতে ভুলে গেছে কিংবা দেখলেন মোবাইলে চার্জ নেই চার্জ দিতে হবে। কিন্তু চার্জার নেই আপনার কাছে ভুলে গেছেন। কার কাছ থেকে চাইবেন, কেউই এখন মোবাইলের চার্জার দিতে চায়না। এমন সমস্যা আমাদের নিত্যদিনের ব্যাপার।

কিন্তু মনে হচ্ছে এই সমস্যা থেকে সমাধানের রাস্তা, চীনের এক সংস্থা বার করে ফেলেছে। তারা এমন একটি ব্যাটারি আবিষ্কার করেছেন যেটিকে একবার চার্জ করলে পুরো ৫০ বছর, কোন রূপ চার্জিং ছাড়াই অটোমেটিক চার্জ হতে থাকবে এবং চলতে থাকবে। তাও ৫০ বছর।

এই সংস্থাটির নাম হল বেটাভোল্ট, সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ব্যাটারী নিজেকে নিজেই চার্জ করতে সক্ষম। এর জন্য আপনাকে এক্সট্রা কোন চার্জার প্লাগ ইন করতে হবে না।

যদি এই যুগান্তকারী ব্যাটারির আকারের কথা আপনাকে বলতে যাই। এটির আকার আর পাঁচটি সাধারণ ব্যাটারির মত একদম নয়। এটিকে দেখতে সম্পূর্ণ একটি পাঁচ টাকার কয়েনের মত। একদম ছোট্ট টেকনোলজির ব্যাটারি, এই ব্যাটারিটি নাকি এতটাই শক্তিশালী, এমনটা জানানো হয়েছে সংস্থার তরাফ থেকে। তবে জানা যাচ্ছে এই ব্যাটারীটির মধ্যে এনার্জির সাপ্লাই দেওয়ার জন্য, নিকেল ব্যবহার করা হয়েছে।

সংস্থার তরফ থেকে ব্যাটারি টি কিভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ জানানো হয়নি। তবে এইটুকু জানানো হয়েছে যে, ব্যাটারিটির মধ্যে এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য হীরের সেমিকন্ডাক্টর, টিন মাইক্রো এবং নিকেল ৬৩ টু মাইক্রো ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি লম্বা তে মাত্র ১৫ মিলিমিটার, এবং মাত্র 3 ভোল্ট কারেন্ট উৎপন্ন করতে সক্ষম। তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তারা অনবরত রিসার্চ করে চলেছে এবং এই থ্রি ভোল্ট থেকে ওয়ান ওয়ার্ডে পৌঁছানো তাদের লক্ষণ। যাতে তারা এই ব্যাটারী টিকে মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারে।

সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে এই ব্যাটারীটিকে মোবাইল, ড্রোন, ন্যানো রোবটে ব্যবহার করা হবে, প্রথমের দিক। তবে পরবর্তীকালে যখন এই টেকনোলজি আরো উন্নত হবে তখন এটিকে মহাকাশযনে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

এই মহা শক্তিশালী ব্যাটারিটি বিপদ সীমা সম্পূর্ণ বাইরে রয়েছে। আমাদের মোবাইলে বর্তমানে যে লিথিয়াম ব্যাটারি রয়েছে, এটি যদি ওভার চার্জ হয়ে থাকে তাহলে ব্যাটারি ফুলে যায়, বাস্ট হয়ে যায়, গরম হয়ে যায়। এই পারমাণবিক শক্তিযক্ত ব্যাটারি সমস্ত রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে সক্ষম। এটি মাইনাস ৬০ ডিগ্রী টেম্পারেচার তাপমাত্রা থেকে ১২০ ডিগ্রী টেম্পারেচার তাপমাত্রায় সারভাইভ করতে সক্ষম, কোনরকম কোন সমস্যা ছাড়াই।

নতুন এই প্রযুক্তি মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংকের অস্তিত্ব সম্পূর্ণ রূপে উড়িয়ে দিতে পারবে বলে জানাচ্ছেন বিভিন্ন বিশেষজ্ঞরা। এই যুগান্তকারী ব্যাটারি টিকে ২০২৫ সালের মধ্যে মোবাইলের সঙ্গে লিংকিং করে মার্কেটের লঞ্চ করা হবে বলে জানাচ্ছে কোম্পানির তরফ থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Share This Article
Leave a comment